M a k e u p A r t i s t M T B

আমাদের এই সুন্দর পৃথিবীতে কে চায় না একটু ভালো-সুন্দর-সুখী থাকতে? হ্যাঁ, প্রতিটি মানুষেরই কর্ত্যব ভালো-সুন্দর-সুখী থাকা। যদি আমরা ভালো থাকি তবেই তো আমাদের ভবিষ্যত প্রজন্মও ভালো থাকবে। ভালো-সুখী থাকার জন্য সুন্দর থাকাটাও কিন্তু জরুরি। এটা সত্যি যে সুন্দর তো আপনাকে কেউ ই করতে পারবেনা যদি আপনি নিজেকে সুন্দর না রাখেন। আমরা বিউটিসিয়ান রা আপনার জন্য যা করতে পারি তা হলো জাস্ট একটু help এবং guide. তবে এটাও ঠিক যে অনেকসময় অনেকজন নিজের health এবং beauty নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন তখন তাঁদের এই উদ্বিগ্নতা কাটিয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছি আমরা বিউটিসিয়ান রাই।

ABOUT ME

আমি দীপিকা বর্মন একজন প্রফেশনাল বিউটিসিয়ান। ছোটবেলা থেকেই রূপচর্চার প্রতি ঝোঁক। কলেজ লাইফ থেকেই আমার এক কাছের বিউটিসিয়ান দিদির( জনপ্রিয়, কোচবিহার টাউন) সাথে থেকে তাকে হেল্প করা থেকে আমার beautician life শুরু। কলেজের তৃতীয় বর্ষে থাকাকালীন দিদির কথামতো শিলিগুরির এক উচ্চ মানের beauty parlour এ এক বছরের অভিজ্ঞতা অর্জন করেছি যা আমাকে শিখিয়ে দিয়েছে অনেককিছু যা আমি ছোট থেকেই শিখতে চাইতাম। বর্তমানে আমি এবং আমার ছোট টীম টি ক্লায়েন্টের বাড়িতে গিয়ে beauty parlour এর সমস্ত পরিষেবা প্রদান করছি। আপনি চাইলে আপনার বাড়িতে থাকা প্রোডাক্ট দিয়ে পরিষেবা নিতেপারেন আর যদি আপনি চান তাহলে আমাদের কাছ থেকেও প্রোডাক্ট নিয়ে পরিষেবা নিতেপারেন।

MAKEUP AND MAKEOVER

Clothing-Makeup-Hair এর সঠিক ব্যালান্স রাখাটাই হলো সমস্ত কিছু যা আপনাকে দেয় একটা সুন্দর লুক। অনেকেই আছেন যারা ব্যালান্স রাখতে পারেন আবার অনেকেই পারেন না আর হতাশ হয়ে পড়েন এটা ভেবে যে তিনি হয়তো দেখতেই খারাপ কিন্তু আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি দেখতে খারাপ নন, আপনাকে জাস্ট একটু শিখতে হবে সঠিক ব্যালান্স। এর জন্য আপনি আমাদের help এবং guide নিতে পারেন।

FACIAL

সবাইকে সুন্দরী দেখায় যখন তার skin glow করে। আর facial হচ্ছে এর সহজ উপায়। Facial আমাদের সাহায্য করে skin tan করতে এবং dead skin রিমুভ করতে যার ফলে আমাদের skin হয়েযায় fresh এবং উজ্জ্বল। Facial আমাদের স্ট্রেস দূর করতেও সাহায্য করে যা আমাদের দেয় একটা রিলাক্স ফিলিংস।

HAIR

অনেকজন আছে তাদেরকে যেমন দেখতে লাগা উচিত তেমন না লেগে অন্য রকম দেখায়। কারণ তারা হয়তো নিজের রূপ চর্চার প্রতি যত্ন নেন না। আমি বলবো আপনি জাস্ট একটু নিজের প্রতি যত্ন নিন আপনাকেও ভালো দেখাবে। খুব বেশি যত্ন না নিতে পারলে অন্তত পক্ষে চুলের একটু স্টাইল করুন। Hair style পাল্টে দেয় আমাদের পুরো লুক। Hair style এর মধ্যে যেমন hair oil, aroma, keratin treatment, protein treatment ইত্যাদি। তাছাড়াও hair-cut, hair-color, highlight, curl ইত্যাদি করতে পারেন। আর এইসব পরিষেবা আমরা খুবই reasonable price এ দিয়ে থাকি।

BRIDAL MAKEUP

Bridal make-up যেটা ছাড়া বিয়েবাড়ি তো ভাবাই যায়না। Bridal make-up এর জন্য প্রয়োজনীয় সমস্ত রকম পরিষেবা দেওয়া আমাদের প্রথম লক্ষ্য।

CERTIFIED TOOLS AND PRODUCTS

সমস্ত উপকরণ এবং যন্ত্র যেগুলো আমি ব্যবহার করি সবি সার্টিফাইড বিক্রেতার থেকে কেনা এবং যে সমস্ত প্রোডাক্ট গুলো ইউজ করি সেগুলও।

SALINI ROY

thank you didi! তোমার জন্যই বিয়েবাড়িতে এত মজা করতে পারলাম। আমার বান্ধবীরা সত্যিই ঠিক বলেছে যে "উনার হাতে জাদু আছে" তুমি তোমার হাতের জাদু প্রমান করেদিলে!! ✌   ★ ★ ★ ★

IPSHITA BARMAN

thank you so much friend!! তখন তোমাকে আরো বেশি thanks জানাতে ইচ্ছে করছিলো যখন আমার friend রা আজ কলেজ পার্টিতে আমাকে দেখে জিজ্ঞাসা করেছিল "কে মেকআপ করে দিয়েছে যে আজ তোকে beautiqueen লাগছে?" thanks again!   ★ ★ ★ ★

URMILA VARMA

কিছু "সাজুগুজু " খুব common হয়েগেছে আজকের দিনে তাই অন্যরকম ভাবে মন সাজতে চাই। আমার এক friend তোমার কোথা বলে, যখন তোমার কাছে এলাম তখন বুঝতে পেলাম নতুন "সাজুগুজু " গুলো তোমার কাছে একেবারেই common!! So, thanks again Make up Artist Dipi.   ★ ★ ★ ★

শুধু যথাযথ এবং quality service ই নয় তার সাথে সাথে hygiene maintain রাখাটাও আমার কর্ত্যব।